Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বসনিয়ায় মুসলিম গণহত্যা: ম্লাদিচের যাবজ্জীবন বহাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৫, ৯ জুন ২০২১

বসনিয়ায় মুসলিম গণহত্যা: ম্লাদিচের যাবজ্জীবন বহাল

জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল

বসনিয়া মুসলিম গণহত্যার ঘটনায় দেশটির সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল। জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে,  ২০১৭ সালে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন তিনি। তবে মঙ্গলবার শুনানি শেষে পাঁচ বিচারক আগের রায় বহাল রাখেন। এরফলে ম্লাদিচ আর আপিল করতে পারবেন না। 

বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলে যুদ্ধ। তাতে,  ৮ হাজার মুসলিমকে গণহত্যা চালানোর মূলহোতার অভিযোগ ওঠায় প্রায় ১৬ বছর পালিয়ে ছিলেন ম্লাদিচ।

সংবাদটি শেয়ার করুনঃ