Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কানাডা

ট্রাক উঠিয়ে চারজনকে হত্যা; ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা

কানাডা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫, ৮ জুন ২০২১

আপডেট: ১২:১২, ৮ জুন ২০২১

ট্রাক উঠিয়ে চারজনকে হত্যা; ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা

ঘটনাস্থলে পুলিশের অভিযান

কানাডাতে মুসলিম একই পরিবারের চারজনকে ট্রাক উঠিয়ে হত্যা করা হয়েছে। এটিকে পরিকল্পিত ও ইসলাম-বিদ্বেষী ঘটনা বলে আখ্যা দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে।

৬ জুন রোববার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন। তাদের নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে তারা এশিয়ান। আহত এক শিশুর অবস্থা গুরুতর।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২০ বছর বয়সী  নাথানিয়েল ভেল্টম্যান নামে এক কানাডিয়ানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইসলাম-বিদ্বেষের কোনো স্থান তার দেশে নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ