Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউজার্সির প্রাইমারি নির্বাচনে সুব্রত ও লাকীর জয়লাভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ৭ জুন ২০২৪

নিউজার্সির প্রাইমারি নির্বাচনে সুব্রত ও লাকীর জয়লাভ

নিউজার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেছেন সুব্রত ও লাকী। ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা আটলান্টিক কাউন্টির ‘ডেমোক্র্যাটিক কমিটি পার্সন’ পদে জয়ী হয়েছেন।

সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামে। তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত।

২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদমাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিত ও পুরস্কৃতও হয়েছেন।

তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।

তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকান্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।

অন্যদিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সন্তান লাকী চৌধুরী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের বাসিন্দা। আটলান্টিক সিটি গভর্নমেন্টের অধীনে মার্কেন্টাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন তিনি। ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন লাকী।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ