যুক্তরাষ্ট্রে আরেকটি রাস্তার নাম হতে যাচ্ছে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’। পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন দেলওয়ার কাউন্টির মিলবোর্নে রাস্তার এই নামকরণ করা হয়েছে। ৩ ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নামফলক উম্মোচন করা হবে বলে জানিয়েছেন মিলবোর্ন সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব।
জানা যায়, মার্কেট স্ট্রিট থেকে গার্ডেন কোর্ট পর্যন্ত পুরো এলাকাটি ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ নামে নামকরণ হচ্ছে। চট্টগ্রামের সন্তান মেয়র তৈয়ব জানান, রাস্তার নামকরণ সম্পর্কিত রেজ্যুলেশন ইতোমধ্যেই সিটি কাউন্সিলে পাস হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা।
উদ্বোধনের দিন কম্যুনিটির বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইতোপূর্বে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার অ্যাভিনিউ, কুইন্সের হিলসাইড, জ্যাকসন হাইটস এবং ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাকে যথাক্রমে লিটল বাংলাদেশ এবং বাংলাদেশ স্ট্রিট নাম রাখা হয়েছে।
এছাড়া মিশিগানের ডেট্রয়েট সিটিতে বাংলাদেশ অ্যাভিনিউ, নিউজার্সির প্যাটারসনে জালালাবাদ স্ট্রিট করা হয়েছে। লসএঞ্জেলেস ডাউন টাউনের একটি অংশকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শিকাগোর ডাউন টাউনে আছে শেখ মুজিব ওয়ে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।