মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর ১০৪ বছর বয়সী ডরোথি হফনার যেন প্রমাণ করলেন বয়স কেবল একটি সংখ্যা। হফনার মাঝ আকাশে চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়ে রেকর্ড গড়েছেন। রোববার এমন কীর্তির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্কাইডাইভ যারা দিয়েছেন, তাদের একজন হয়ে উঠেছেন তিনি। তবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখনও তার স্বীকৃতির বিষয়টি যাচাই-বাছাই করেনি।
শতবর্ষী এই নারী ওয়াকার ছেড়ে দিয়ে বিমানে চড়ে আত্মবিশ্বাসের সাথে স্কাইডাইভিং করেছেন। তার এমন সাহসী কাণ্ডের প্রশংসা করেছেন অনেকে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে হফনার বলেছেন, বিমান থেকে লাফিয়ে পড়াটা ছিল বেশ মজার, অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ। মনে হয়েছিল, একটি প্যারাসুট নিয়ে আপনার ওপর নেমে আসছি। আপনি পুরো গ্রামাঞ্চল দেখতে পারছেন। এটা এত সুন্দর ছিল!
হফনারের স্কাইডাইভিংয়ের রেকর্ডভাঙার চেষ্টার একটি ভিডিও আপলোড করেছে স্কাইডাইভ শিকাগো নামের একটি সংস্থা। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, ‘আমাদের ১০৪ বছর বয়সী বন্ধু ডরোথি হফনারকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্কাইডাইভিংয়ের চেষ্টার সময় সাহায্য করতে পারাটা ছিল আশ্চর্যজনক! তিনি গত রোববার আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, বয়স কেবল একটি সংখ্যা এবং জীবনের সৌন্দর্য মাত্র একটি লাফ থেকে দূরে।’
তবে হফনার যে এবারই প্রথম স্কাইডাইভ করেছেন বিষয়টি তেমন নয়। এর আগে নিজের ১০০তম জন্মদিনে তিনি জীবনে প্রথমবারের মতো স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতা নিয়েছিলেন। এর চার বছর পর তিনি আবার স্কাইডাইভ করতে চান। তার চাওয়া অনুযায়ী, পরিবারের সদস্যরা তাকে বিমান থেকে স্কাইডাইভিংয়ের ব্যবস্থা করে দেয়।
স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতার বিষয়ে হফনার বলেন, আমরা আকাশে উচ্চতায় পৌঁছালাম এবং আমরা বাইরে যেতে যাচ্ছিলাম। পরে বিমানে আমরা সবাই উঠে দাঁড়ালাম, দরজার কাছে গিয়ে শুধু পা বের করে বিমান ছেড়ে দিলাম। এটা চমৎকার ছিল।
স্কাইডাইভ শিকাগোর একজন প্রতিনিধি বলেছেন, হফনার শিগগিরই ট্যান্ডেম প্যারাসুট জাম্প করা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে। কখনও সুযোগ পেলে এটা করে দেখুন। এটা ভয়ের কিছু নয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে বিমান থেকে স্কাইডাইভের রেকর্ডের দখলে রয়েছে ১০৩ বছর বয়সী অপর এক নারীর।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।