Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নাইন ইলেভেন হামলার ২২তম বর্ষপূর্তি পালন করছে আমেরিকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯, ১২ সেপ্টেম্বর ২০২৩

নাইন ইলেভেন হামলার ২২তম বর্ষপূর্তি পালন করছে আমেরিকা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ডিফেন্স হেডকোয়ার্টার পেন্টাগনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২২ বছর পূর্তিতে দেশজুড়ে নানা আয়োজন করা হয়েছে। দিবসটি ঘিরে প্রতি বছর সবচেয়ে উল্লেখযোগ্য জমায়েতটি হয় লোয়ার ম্যানহাটনে টুইন টাওয়ার সংলগ্ন যির ‘নাইন-ইলেভেন মেমোরিয়াল অ্যান্ড মিউযিয়ামে’। এখানে সংরক্ষিত আছে সেদিনের হামলায় নিহতদের নাম। সেখানে সকাল ৮টা ৪৬ মিনিটে নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

এরপর একে একে চলে তাদের নাম পাঠ। স্বজনহারা পরিবারগুলোর সদস্য, নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল, নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, সাবেক মেয়র বিল ডি ব্ল্যাযিওসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। দিবসটি ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ফেডারেল সরকার, মেমোরিয়াল, ফায়ার হাউয ও সিটি হলগুলো। নিহত ফায়ার ফাইটারদের স্মরণে ম্যানহাটনে ‘ফায়ারমেনয মেমোরিয়াল’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।

এছাড়া, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুচকাওয়াজ করেন এনওয়াইপিডি, ফায়ার ডিপার্টমেন্ট ও পোর্ট অথরিটির সদস্যরা। নাইন ইলেভেনের হামলার উদ্ধারকাজে নিয়োজিত ৩৪৩ জন ফায়ার ফাইটার ও ৬০ পুলিশ সদস্য প্রাণ হারান। তাদের স্মরণে ম্যানহাটনের রিভারসাইড ড্রাইভে ‘ফায়ারমেনয মেমোরিয়াল’-এ শ্রদ্ধা জানিয়েছে এনওয়াইপিডি। এদিকে এশিয়া সফর থেকে ফেরার পথে প্রেসিডেন্ট জো বাইডেন অ্যালাস্কার একটি সেনা ঘাঁটিতে নাইন ইলেভেন পালন করবেন। তার অবর্তমানে নাইন ইলেভেন মেমোরিয়ালে উপস্থিত হন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারসহ দেশের বিভিন্ন স্থানে চারটি আত্মঘাতী বিমান হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান। আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ।

নিউইয়র্কের জনপ্রিয় কমিউনিটি নিউজ চ্যানেল ৭৮৬ ও এই দিনটি উপলক্ষে নানা আয়োজন রেখেছে। "ইতিহাসের সাক্ষী 9/11' নামে বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে, সেই সাথে অনলাইন নিউজ, ফেসবুক পোস্ট ও আরোও নানাভাবে কমিউনিটির সবার সাথে স্মরন করছে এই দিনটি। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।  

সংবাদটি শেয়ার করুনঃ