গত ৩ সেপ্টেম্বর নিউজার্সির লাফায়েতে দিনব্যাপী সানফ্লাওয়ার উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকা প্রবাসী শামসুল আলমের মালিকানাধীন আলম ফার্মে দিনব্যাপী এই উৎসবের শুভ সূচনা করেন শামসুল আলম।
সারাদিনের অনুষ্ঠানটি একসময় যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। প্রায় দুই শতাধিক প্রবাসী বাঙালিসহ অন্যরাও সূর্যমুখী ফুলে শোভিত বিশাল বাগানের অপরূপ রঙের সৌন্দর্য উপভোগ করেন।
বাংলা সংগীতের সুরের মূর্ছনায় উৎসব এলাকা মাতিয়ে রাখেন সংগীত শিল্পী আফজাল, মোহাম্মদ আলম, রথি, সাজিয়া আলম, নজরুল রিপন, মোহাসীন ও তানজিনা পলি। আবৃত্তি করেন শাহরিয়ার সালাম, সোমা আহমেদ ও রিতা।
নৃত্য পরিবেশন করেন রথি ও ইরা। এর সাথে সাথে হরেক রকম বাঙালি খাবারের নানান রকম আয়োজন ছিলো আটটি স্টলে। সবশেষে আয়োজন নিয়ে শামসুল আলম ও শাহরিয়ার সালাম বক্তব্য প্রদান করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।