তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে ওয়াশিংটন ডিসির আদালতে এ অভিযোগ আনা হয়।
গত চার মাসে টানা তৃতীয়বারের মতো তাঁর বিরুদ্ধে অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধ আইনে কোন অভিযোগ আনার নজীর নেই।
মার্কিন বিচার বিভাগের বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ ১ আগস্ট মঙ্গলবার আদালতে ৪৫ পাতার অভিযোগপত্র দাখিল করেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।
বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালান।
ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ‘নির্বাচনে পরাজিত হওয়ার পরও, পরাজিত প্রার্থী ট্রাম্প ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।