Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অ্যারিজোনায় দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ২৬ জুলাই ২০২৩

অ্যারিজোনায় দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

অ্যারিজোনা অঙ্গরাজ্যে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত ২৩ জুলাই ফিনিক্স শহরের পাশে কাসা গ্রান্দে এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল হাশিম কুমিল্লার বুড়িচং উপজেলায় বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে।

তিনি দীর্ঘ ১৮ বছর ধরে যুক্তরাষ্ট্রে ব্যবসা করতেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন। আবুল হাশিমের হত্যাকাণ্ড নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইট করেছেন।

টুইটে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনে দুজন বাংলাদেশি নিহত হওয়ার খবরে আমরা আতঙ্কিত। সর্বশেষ শিকার হলেন আবুল হাশিম।’ এর আগে ১৯ জুলাই মিজৌরি স্টেটের সেন্ট লুইসে একটি স্টোরে কর্মরত অবস্থায় অপর বাংলাদেশি ইয়াজউদ্দিন আহমদ দুর্বৃত্তের গুলিতে নিহত হন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ