
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় সোমবার (৩ জুলাই) রাতে বেপরোয়া গুলিবর্ষণে ৪ জন নিহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। গুলিবিদ্ধদের মধ্যে অন্তত দুজন কিশোর ছিল বলেও জানায় সংবাদমাধ্যম।
ফিলাডেলফিয়া এনকোয়ারার নামে স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, এ ঘটনায় হাতে রাইফেল, হ্যান্ডগান ও গুলির ম্যাগজিনসহ বুলেটপ্রুফ ভেস্ট পরা সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি ব্লক পার্টিতে বন্দুক হামলায় ২ জন নিহত এবং ২৮ জন আহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটল। মেরিল্যান্ডের ঘটনার ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এখনো অভিযান চালাচ্ছে পুলিশ।