
যুক্তরাষ্ট্রের শীর্ষ ধর্মযাজক ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পর হেইগি নিজের নাম রেখেছেন আব্দুল লতিফ। ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টিকে তিনি আবারও ইসলামে ফিরে আসার অনুভূতির সাথে তুলনা করেছেন।
অবশ্য ইসলাম ধর্ম সম্পর্কে হেইগির আগ্রহ অনেক পুরনো। আজ থেকে প্রায় ২০ বছর আগে তিনি একইসাথে মুসলমান ও খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন। তবে তখনো তিনি ইসলাম গ্রহণ করেননি।
এবার ইসলাম গ্রহণ করে তিনি বলেন, ‘আমার ইসলাম গ্রহণ মূলত আবারো ইসলামে ফিরে আসার মত। আমি যেন আবার নিজ বাড়িতে ফিরে এলাম।’
২০০৩ সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে ২০১৭ সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগ দেন।
মুসলিম সম্প্রদায় তাকে স্বাগত জানিয়েছে উল্লেখে করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা ও আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।