
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাসের পাতায় নাম তুলেছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি। এ কারণে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে তার নাম উচ্চারিত হয় গর্বের সঙ্গে।
যুক্তরাষ্ট্রে বসবাসের শুরু থেকেই তিনি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জড়িত। বিভিন্ন সময় দলটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ডেমোক্রেটিক পার্টি জর্জিয়ার ভাইস চেয়ার পদে লড়াইয়ে নেমেছেন।
আগামী ৭ জানুয়ারি এ ব্যাপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক বার্তায় সিনেটর শেখ রহমান দলকে এগিয়ে নিতে তাকে সমর্থনের অনুরোধ করেছেন।
ডেমোক্রেটিক পার্টি জর্জিয়া শাখার বিভিন্ন স্তরে দারুণ জনপ্রিয় বাংলাদেশি বংশোদ্ভ’ত এই সিনেটর। সংশ্লিষ্টরা আশা করছেন, রাজ্যের ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার পদে নির্বাচিত হতে যাচ্ছেন শেখ রহমান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।