ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়েছেন যুক্তরাষ্ট্রে অন্তত ২০ কোটি মানুষ। ইতিমধ্যে প্রবল শীতে ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের কারণে ২৩ ডিসেম্বর বিদ্যুৎবিহীন ছিলেন ১৫ লাখ মানুষ। ওইদিন বাতিল করা হয়েছে আট হাজারেরও বেশি ফ্লাইট।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড়ের ব্যাপ্তি প্রায় তিন হাজার ২০০ কিলোমিটার। অধিকাংশ এলাকার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে চলে গেছে। যত সময় গড়াচ্ছে, তাপমাত্রা ততই নিচের দিকে নামছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে দেশটিতে গড় তাপমাত্র নেমে যেতে পারে মাইনাম ৪০ থেকে ৫৬ ডিগ্রি সেলিয়াসের ঘরে। যা জীবনযাত্রাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
তারা আরও জানিয়েছে, যথাযথ সতর্কতা অবলম্বন না করা হলে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে যে কোন ব্যক্তি ঠান্ডায় জমে যেতে পারেন এবং তার মৃত্যু হতে পারে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।