প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ফ্রেন্ডস সোসাইটি অব মিশিগানের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল ছিল আলোচনা সভা, গান, নৃত্য, অ্যাওয়ার্ড প্রদানসহ মনোমুগ্ধকর সব আয়োজন।
১৮ ডিসেম্বর রাতে ওয়ারেন সিটির আল শাহী প্যালেস রেস্টুরেন্টের হল রুমে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
রাইসুজামান মকুলের সভাপতিত্বে এবং কামাল আহমেদ পাশা ও সিরাজুল ইসলাম মুরাদের যৌথ পরিচালনায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাইম নিওন চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান আবু মুসা।
আরও বক্তব্য রাখেন কমিউনিটি লিডার খাজা শাহাব আহমদসহ বিভিন্ন ব্যাবসায়ী, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতারা। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর গানে পরিবেশন করেন শাহানাজ নদী, শিমুল দত্ত, মুমিত হাসান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।