মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির নতুন কাউন্সিলম্যান মুহিত মাহমুদের উদ্যোগে অনুষ্ঠিত হলো নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি হ্যামট্রামিক সিটির গেইট অফ কলম্বাসে কমিউনিটির সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারাসহ সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামট্রামিক সিটির মেয়র আমের গালিব, মেয়র প্রটেম কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্টজনরা। সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল।
উল্লেখ্য, বর্তমানে মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত কামরুল হাসান ও নাঈম চৌধুরী কাউন্সিলম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। এবার আরেক বাংলাদেশি সেই পদে স্থান করে নেওয়ায় কমিউনিটিতে আনন্দ বিরাজ করছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।