Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্কুল সামগ্রী বিতরণ করল এপিআইএ ভোট-মিশিগান

কামরুজ্জামান হেলাল

প্রকাশিত: ০১:১১, ১৫ সেপ্টেম্বর ২০২২

স্কুল সামগ্রী বিতরণ করল এপিআইএ ভোট-মিশিগান

এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান তথা এপিআইএ ভোট-মিশিগানের উদ্যোগে  শিক্ষার্থীদের মাঝে ব্যাকপ্যাক এবং স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

এই আয়োজনে সহায়তা করেন ওয়ারেন কমিশনার ও ফিটজেরাল্ড শিক্ষা বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি ভোটদানের গুরুত্ব নিয়ে কথা বলেন। 

এপিআইএ ভোট-এমআই এর নির্বাহী পরিচালক রেবেকা আয়োজকদের ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনেটর পল ওয়াজনো, বিচারক কার্ল মার্লিং,  রাজ্য প্রতিনিধি প্রার্থী ডোনাভান ম্যাককিনি, আজিজ চৌধুরী, ইমাম সৈয়দ আহমেদ ছাড়াও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ