Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মোটরসিটি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মিশিগান চিতাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২২

মোটরসিটি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মিশিগান চিতাস

মিশিগানে মোটরসিটি চ্যাম্পিয়নশিপ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিশিগান চিতাস। ৪ সেপ্টেম্বর ডেট্রয়েট সিটির লাস্কি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ টাইগারস অব ইউএসএ-কে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় মিশিগান চিতাস। 

বৃষ্টির কারণে ২০ ওভারের স্থলে ১০ ওভারের খেলা হয়। প্রথমে ব্যাট করে মিশিগান চিতাস ১০ ওভারে ৮ উইকেটে ৯২ রান করে। এরপর বাংলাদেশ টাইগারস নিধারিত ১০ ওভারে ৮ উইকেটে করে ৬৬ রান। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাদিয়া জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমসিসির জগলুল হুদা মিঠু, সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স ও ইফতেখার হোসাইন। 

এসময় উপস্থিত ছিলেন এমসিসির সভাপতি মোশাররফ চৌধুরী লিটু, সেক্রেটারি তায়েফুর রহমান বাবু, সেলিম আহমেদ, জুয়েল হুদা, শাহদাত হোসেনসহ আরো অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ