ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেনটন সিটির হ্যাজেন হাইস্কুলের জুনিয়র ছাত্রী আরিয়া হক। বাংলাদেশি বংশোদ্ভূত আরিয়ার লেখা ‘মাসালাস এবং মেডিওক্র রেসিজম’ প্রবন্ধটি নিউইয়র্ক টাইমস-এর স্টুডেন্ট ন্যারেটিভ প্রতিযোগিতার শীর্ষ রাউন্ডে জায়গা করে নিয়েছে।
মোট ২০০ জন ফাইনালিস্টের মধ্যে তিনি বিজয়ী হিসেবে এই স্থান লাভ করেন। আরিয়া ছিলেন শিক্ষিকা মেলিসা শামানের ল্যাংগুয়েজ আর্টস ক্লাসের ২০ জন হ্যাজেন শিক্ষার্থীদের একজন যারা এই বছরের প্রতিযোগিতার অংশ হিসাবে লেখা জমা দিয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মোট ১১ হাজারের বেশি ছাত্র তাদের লেখা জমা দেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আরিয়া হক ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেনটন সিটিতে বসবাস করছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।