যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণ মওকুফ করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সকল শিক্ষার্থীর ১০ হাজার ডলার করে ঋণ মওকুফ করা হবে। তবে যাদের পারিবারিক আয় বছরে ১ লাখ ২৫ হাজার ডলারের কম, সেসব শিক্ষার্থীর আরো ১০ হাজার ডলারের ঋণ মওকুফ করা হবে।
খবরে জানা যায়, সাবেক ও বর্তমান মিলিয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মোট ঋণ হলো ১.৭৫ ট্রিলিয়ান ডলার। দেশটির ৪ কোটি ৩০ লাখ শিক্ষার্থী এই শিক্ষাঋণের বোঝায় বিপর্যস্ত।
প্রত্যেকের গড় ঋণের পরিমাণ ৩৭ হাজার ৬৬৭ ডলার। তবে ১০ হাজার ডলার ঋণ মওকুফে তারা অনেক লাভবান হবে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরের একেবারে শেষের দিকে শিক্ষাঋণের বাকি অর্থ দিতে হবে। তার আগে দেয়ার দরকার হবে না।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।