Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

৭০০ বিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করলেন জো বাইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৪, ১৭ আগস্ট ২০২২

৭০০ বিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করলেন জো বাইডেন

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবার খরচ মেটাতে ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি মার্কিন ডলারের একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ধনীদের করের টাকায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবার খরচ মেটাতে এই বিলে স্বক্ষর করেছেন তিনি। 

এতে করে  ৭০০ বিলিয়ন ডলারের এই বিলটি আইনে পরিণত হয়েছে। ১৭ আগস্ট এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এই আইনে ওষুধের দাম কমানোর জন্য কংগ্রেসের কয়েক দশকের প্রতিশ্রুতি কার্যকর করার ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। 

বিবিসি বলছে, ডেমোক্র্যাটদের প্রথম পরিকল্পিত ৩.৫ ট্রিলিয়ন ডলারের প্যাকেজের চেয়ে চূড়ান্ত এই সংস্করণটি বেশ উদার। 

ক্ষমতায় আসার আগে এটি বাইডেনের অন্যতম প্রধান এজেন্ডা ছিল এবং বিলটি আইনে পরিণত হওয়ার এটি মধ্যবর্তী নির্বাচনের আগে তাকে রাজনৈতিক সুবিধা দিতে পারে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ