Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ফায়ার টর্নোডো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭, ১৪ আগস্ট ২০২২

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ফায়ার টর্নোডো

নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় বইছে ‘ফায়ার টর্নেডো’ বা অগ্নিঝড়। আকাশ ছেয়ে আছে ফায়ার ক্লাউড বা আগুন থেকে তৈরি মেঘে। গত সপ্তাহের শেষেই ওই অঞ্চলে এমন মেঘ তৈরি হয়েছে। তারপর লয়ালটন নামে একটি শহরে সেই টর্নেডো দেখা যাচ্ছে। 

সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল বেগে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়, বইছে হাওয়া। আর সেই হাওয়ার সাথে উড়ছে আগুন। এভাবে আগুন ছড়িয়ে পড়ছে সবখানে। আগুন, ধোঁয়া আর ছাইয়ে বিপর্যস্ত সবাই। 

এলাকার ঘর-বাড়িগুলোকে রক্ষা করতে কাজ করছে ফায়ার সার্ভিস। ইতিমধ্যেই ফায়ার টর্নেডো নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। জানা গেছে, যখন প্রবল বেগে হাওয়া আগুনের সংস্পর্শে আসে, তখনই এ রকম ঘটনা ঘটে। 

আগুনের শিখা ঘুরে ঘুরে আকাশে দিকে উঠে যায় এ ধরনের টর্নেডোতে। ইতিমধ্যে লয়ালটনের অন্তত ২২ হাজার একর জায়গা ভস্মে পরিণত হয়েছে। চারপাশে শুধুই গরম আর শুকনো আবহাওয়া।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ