সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মার্কিন কংগ্রেস সদস্য জ্যাকি ওয়ালরোসকি। তিনি ইন্ডিয়ানা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। গতকাল ৩ আগস্টের এই দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। ইন্ডিয়ানার ন্যাপ্পানি শহরের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের মধ্যে জ্যাকি ওয়ালরোসকির যোগাযোগ পরিচালক এমা থমসন, জ্যাচেরি পটস ও স্থানীয় রিপাবলিকান কাউন্টি প্রধানও ছিলেন।
হাউস সংখ্যালঘু নেতা কেভিন ম্যাককার্থি এক বিবৃতিতে বলেছেন, ওয়ালরোসকি তার প্রভু এবং ত্রাণকর্তা যীশু খ্রিস্টের সাথে থাকার জন্য বাড়িতে ফিরে গেছেন। অনুগ্রহ করে তার পরিবারের সাথে থাকুন।
এশিয়া ভ্রমণরত হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ওয়ালরোসকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ওয়ালরোসকি সারাজীবন মানুষের সেবা করে গেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।