Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ২৮ জুলাই ২০২২

২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর দেড় বছরের মধ্যে ওয়াশিংটনে ফেরেননি ডোনাল্ড ট্রাম্প। অবশেষে গতকাল ২৬ জুলাই তাকে ওয়াশিংটনের রাস্তায় দেখা গেছে। 

এদিন সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প আবারও ইঙ্গিত দেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। ওয়াশিংটনে দেওয়া বক্তব্যে ৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে আমি জিতেছিলাম। 

এরপর দ্বিতীয়বার প্রার্থী হয়ে আমি অনেক ভালো করেছি। আমাদের হয়তো আবারও এ কাজ করতে হবে। দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সামনের দিনগুলোতে এ ব্যাপারে আরও বিস্তারিত বলবেন বলে উল্লেখ করেন ট্রাম্প।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ