Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের সাথে ওয়াশিংটন দূতাবাসের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৫, ৫ জুলাই ২০২২

মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের সাথে ওয়াশিংটন দূতাবাসের মতবিনিময়

মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে একটি মতবিনিময় সভা করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। গত ২ জুলাই হ্যামট্রামিক সিটির গেইটস অব কলাম্বাসে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তার পক্ষে সেটা সম্ভব হয়নি। 

প্রধান অতিথি ছিলেন দূতাবাসের ইকনোমি মিনিস্টার মো. মেহেদি হাসান এবং সোনালী এক্সচেঞ্জের সিও দেবাশ্রী মিত্র। মতবিনিময় সভায় মূল আলোচ্য বিষয় ছিলো মিশিগানে স্থায়ী কনসুলেট অফিস প্রতিষ্ঠার দাবী। 

উল্লেখ্য, বর্তমানে মিশিগানে ১ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশীর বসবাস, যেটা নিউইয়র্কের পর দ্বিতীয় সর্বোচ্চ। এখানে একটি স্থায়ী কন্স্যুলেট অফিসের জন্য দীর্ঘদিন দাবি জানানো হলেও কোন সমাধান পাননি প্রবাসী বাংলাদেশিরা। ওয়াশিংটন ডিসি অথবা নিউইয়র্কের কনস্যুলেট ভ্রাম্যমাণ কন্স্যুলেট সার্ভিস দিলেও তাতে নানা ভোগান্তি পোহাতে হয় প্রবাসীদের।

উদ্বোধনী বক্তব্য এবং মতবিনিময় সভাটি পরিচালনা করেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ মুতালিব, সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন।

সভায় বক্তব্য রাখেন- মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমদ চান, বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক, সৈয়দ মঈন দীপু, ড. রাব্বি আলম, আব্দুল আহাদ, সৈয়দ শীমু, হেলাল খান, আবু আহমদ মুসা, মীজান মিয়া জসিম, মৃদুল কান্তি সরকার, কামরুজ্জামান হেলাল, ফারজানা চৌধুরী, তোফায়েল রেজা সুহেল, আশিক রহমান, ইকবাল ফেরদৌস।  

আরও বক্তব্য রাখেন- আবু তাহের লুৎফুর, আব্দুল মালেক, নুরুজ্জামান এখলাছ, এনামুল হক, হারুন আলী, অলিউর রহমান খোকন, সাব্বির আহমদ, মোহাম্মদ আজিজ সুমন, শেখ বদরুদ্দোজা জুনেদ, রুম্মান আহমদ ইভান, সৈয়দ ইয়াহিয়া, ইজাজুল হোসেন, নুরুল ইসলাম বাঙ্গালী, জাকারিয়া জামান, শাহারিয়ার কবির, রুবেল আহমদ, জে পাশা, জাকির হোসেন, খাজা আফজাল, জিসান সহ অনেকে।

মতবিনিময় সভায় মিশিগানে বসবাসরত প্রবাসীদের প্রাণের দাবি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবিটি জোরালো ভাবে উপস্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগি প্রবাসীরা। মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সমাপনী বক্তব্যে শেষে লিখিতভাবে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবিটি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত বরাবর আবেদন পত্রটি হস্তান্তর করেন আয়োজকরা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ