Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ৫ জুলাই ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস আজ

আজ ৪ জুলাই। যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালের এই দিনটিতে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। এর মাধ্যমে ব্রিটেনের সাথে যুদ্ধরত ১৩টি মার্কিন উপনিবেশ নিজেদের স্বাধীন ঘোষণা করে যুক্তরাষ্ট্র নামে নুতন রাষ্ট্র গঠন করে। 

দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে বিশাল জনসমাবেশ, কুচকাওয়াজ ও কনসার্ট। চোখ ধাঁধানো আতশবাজিও অন্যতম আকর্ষণ। স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। কারণ এটি আমেরিকার স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন প্রায় ২৫ হাজার আমেরিকান। এই দিনটিতে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

২৪৬তম স্বাধীনতাবার্ষিকী উদযাপনের শুভ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সব নাগরিক, বৈধ-অবৈধ সব অভিবাসী এবং চ্যানেল ৭৮৬-এর সব পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ