Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম মুসলিম অ্যাডভোকেসি ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ১৪ জুন ২০২২

ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম মুসলিম অ্যাডভোকেসি ডে

ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম অ্যানুয়াল ন্যাশনাল মুসলিম এডভোকেসি ডে-২০২২। ইউএস কাউন্সিল অব মুসলিম অরগানাইজেশন্স-এর উদ্যোগে ওয়াশিংটনের ঐতিহাসিক ক্যাপিটল হিলে আজ ১৩ জুন এই আয়োজন শুরু হয়েছে। শেষ হবে আগামীকাল ১৪ জুন। 

এই আয়োজনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম পলিটিক্যাল এনগেজমেন্ট বলে অভিহিত করা হয়। এবারের আয়োজনে ৩০০ জনেরও বেশি মুসলিম ডেলিগেট কংগ্রেসম্যান ও কংগ্রেসওম্যানদের সঙ্গে মতবিনিময় করবেন। 

আলোচনায় উঠে আসবে যুক্তরাষ্ট্রে মুসলমানরদের সংকট ও সম্ভাবনা সংক্রান্ত বিভিন্ন বিষয়। 

বৃহৎ এই আয়োজনের স্পন্সর হিসেবে রয়েছে- ইউএমআর, বায়তুল মাল, হেল্পিং হ্যান্ড, ইসলামিক রিলিফ ইউএসএ, মার্সি উইদাউট লিমিট, ইকনা রিলিফ এবং দ্য মস্কো ফাউন্ডেশন। 

সপ্তম অ্যানুয়াল ন্যাশনাল মুসলিম এডভোকেসি ডে-তে যোগ দিতে নিউইয়র্কের প্রতিনিধি দল ইতোমধ্যেই ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে পৌঁছেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ