যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা যেন থামছেই না। টেক্সাসের স্কুলে বন্দুক হামলায় ২১ জন নিহতের এক সপ্তাহ পার হতে না হতেই আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। এবার লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ৩১ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নিউ অরলিন্স শহরে এই ঘটনা ঘটে। নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিট বলেছেন, জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে ঘটনাটি ঘটে।
হতাহত তিনজনই সেখানে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পুরুষ ও এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ও তার উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।