Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান জানালেন কমলা হ্যারিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৪, ৩১ মে ২০২২

আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান জানালেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে বেশি সংখ্যক সেনা হত্যা করতে আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়েছিল। সভ্য সমাজে সেই আগ্নেয়াস্ত্রের জায়গা হতে পারে না।’ 

বাফেলোর সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ৮৬ বছর বয়সী রুথ হুইটফিল্ডের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে এসব কথা বলেন কমলা হ্যারিস। গত ২৪ মে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছরের এক কিশোরের হামলার ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হন। তার দশ দিন আগে মারা যান রুথ। 

এরপর টেক্সাসে আরো দুটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কমলা হ্যারিস এসব ভয়াবহ হামলার ঘটনা তুলে ধরে বলেছেন, ‘বন্দুক সহিংসতা বন্ধের সময় এসে গেছে। সবাইকে উঠে দাঁড়াতে হবে ও একমত হতে হবে যে, এ ধরনের নৃশংস ঘটনা আমাদের দেশে ঘটতে পারে না।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ