Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আদালতের রায় সত্ত্বেও মাস্ক ব্যবহারে হোয়াইট হাউসের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ২০ এপ্রিল ২০২২

আদালতের রায় সত্ত্বেও মাস্ক ব্যবহারে হোয়াইট হাউসের আহ্বান

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে দেয়া এক রায়ে বিমানসহ পরিবহনে মাস্ক পরার বাধ্যবধকতার বিরুদ্ধে রায় দিয়েছে। গতকাল ১৮ এপ্রিল ফ্লোরিডার আদালতের এই রায়ের ফলে বিমানযাত্রা বা অন্যান্য গণপরিবহন যাত্রায় মাস্ক পরে থাকার ফেডারেল বাধ্যবাধকতা আর থাকছে না। 

তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে মাস্ক পরা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে বলেন, আদালতে মাস্কের ওপর বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়ার রায়টি দুঃখজনক। 

আদালতের রায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে উল্লেখ করে প্রেস সেক্রেটারি জনগণকে মাস্ক ব্যবহার অব্যাহত রাখতে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আহŸান জানান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ