Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

‘ঘোস্ট গান’ নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসনের উদ্যোগ   

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৯, ১৫ এপ্রিল ২০২২

‘ঘোস্ট গান’ নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসনের উদ্যোগ   

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন এবার নতুন করে ঘোস্ট গান তথা ভূতুড়ে বন্দুকের দিকে নজর দিয়েছেন। এই বন্দুক হলো সিরিয়াল নম্বর ছাড়া ব্যক্তিগতভাবে তৈরি আগ্নেয়াস্ত্র। 

সাধারণত, লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি দ্বারা তৈরি আগ্নেয়াস্ত্রের সিরিয়াল নম্বর থাকতে হয় যা বন্দুকের ফ্রেমে প্রদর্শিত হয়। কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক না করায় অপরাধীরা সহজেই ভূতুরে বন্দুক কিনতে পারে। সিরিয়াল নম্বর না থাকায় এগুলো খুঁজেও পাওয়া যায় না। 

বাইডেন প্রশাসন এসব আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ আইন উন্মোচন করতে যাচ্ছে। 

গত ১১ এপ্রিল হোয়াইট হাউসে বক্তৃতাকালে জো বাইডেন ঘোস্ট গান সম্পর্কে বলেন, ভূতুড়ে বন্দুকের জন্য আমাদের সম্প্রদায়গুলোকে চরম মূল্য দিতে হচ্ছে। তাই এভাবে আর চলতে দেওয়া যায় না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ