
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার কেবল বাড়ছেই। গত মাসে জানা যায়, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ। এবার জানা গেল, মার্চে মূল্যস্ফীতির হার ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।
মূলত জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৫ শতাংশে উঠেছে, যা ১৯৮১ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে তেল, গ্যাসসহ সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেন।
ফলে জ্বালানির দাম রেকর্ড পরিমাণ বেড়েছে এবং তার জেরে বেড়ে গেছে অন্যান্য সবকিছুর দাম। বিশেষকরে দিন দিন খাদ্যমূল্য নাগালের বাইরে চলে যাচ্ছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।