রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের ‘যত অস্ত্র প্রয়োজন’- সব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল ১০ এপ্রিল এ কথা জানান।
সুলিভান বলেন, রাশিয়া কর্তৃক বিভিন্ন অঞ্চল দখল, বেসামরিকদের ওপর হামলা প্রতিরোধে বাইডেন প্রশাসন ইউক্রেনকে আরও অস্ত্র দেবে। রাশিয়া একের পর এক শহর দখল করছে, সেখানে তারা অপরাধযজ্ঞ চালাচ্ছে।
তাই রাশিয়ানদের হটাতে ইউক্রেনের যত অস্ত্র প্রয়োজন, তা আমরা দিতে যাচ্ছি। হোয়াইট হাউজ জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দিয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।