Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ভারতে মুসলিম বিদ্বেষের বিষয়ে বাইডেনের হস্তক্ষেপ চান ইলহান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৭, ৮ এপ্রিল ২০২২

ভারতে মুসলিম বিদ্বেষের বিষয়ে বাইডেনের হস্তক্ষেপ চান ইলহান

ভারতে চলমান মুসলিম বিদ্বেষের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ চেয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর। 

গতকাল ৬ এপ্রিল তিনি বাইডেন প্রশাসনের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের কাছে জানতে চান, মার্কিন সমর্থনের পরেও ভারত তার দেশের মুসলিম সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে কেন? ইলহান ওমর একজন মুসলিম। 

তিনি বলেন, কীভাবে যুক্তরাষ্ট্র ভারতের মোদি সরকারকে সমর্থন করতে পারে, যেখানে তারা সংখ্যালঘু মসলিমদের সঙ্গে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কেন সরাসরি ভারতের সমালোচনা করতে ইচ্ছুক নয় মার্কিন কর্তৃপক্ষ। 

ইলহান ওমরের এমন বক্তব্যের পর ওয়েন্ডি শেরম্যান বলেন, মার্কিন সরকার বিশ্বের সকল ধর্ম, জাতি, বর্ণ ও বৈচিত্র রক্ষায় তাদের পাশে দাঁড়াবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ