
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ১৪তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন করে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস তথা বাফলা।
বিভিন্ন ব্যক্তি এবং প্রবাসী সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন লাল-সবুজের পোষাক, বাংলাদেশের পতাকা, দেশীয় নানা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পোষাক, গ্রামীণ নানা উপকরণ নিয়ে হাজির হন প্যারেডে। ছিল ঐতিহ্যবাহী দেশীয় খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্যান্স ও বাচ্চাদের নিয়ে নানা আয়োজন।
প্যারেড মার্শাল হিসেবে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেসে পুলিশ ডিপার্টমেন্টের চিফ মিশেল মুর। প্রধান অতিথি ছিলেন প্রবাসী শিল্পপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী। এছাড়া কমিউনিটির বাংলাদেশি নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।