মিশিগান মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি বাবুল আহমদ বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব ও দপ্তর সম্পাদক এডভোকেট নুরুল হাসান পারভেজের যৌথ পরিচালনায় আয়োজনটি সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া স্বাধীনতা দিবসের এই আয়োজনে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুক রহমান।
এছাড়া বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আজাদ খান, আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম।
তালিকায় আরও ছিলেন- সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ আজিজ সুমন, স্টেট স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইজাজুল হোসাইন, মোহাম্মদ এনামুল হক, আমিনুল রহমানসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।