
কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আসন্ন বৈঠকটি বাতিল করা হয়েছে। আফগান নারী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্কুলের দরজা বন্ধ করে দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, হাজার হাজার আফগান পরিবারের মতোই তালেবানের সাম্প্রতিক সিদ্ধান্তে আমরাও হতাশ। মেয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভের সুযোগ বন্ধ করে দেওয়ার কারণে আমরা দোহাতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি বাতিল করছি।
প্রসঙ্গত, নারী শিক্ষার্থীদের জন্য স্কুল খোলার ঘোষণা দিয়ে পরক্ষণেই তা বাতিল করে তালেবান। এতে কাবুলজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।