
নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২১ মার্চ অনুষ্ঠিত এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন প্লেইন্সবোরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নুরুন নবী।
সম্বর্ধনার উত্তরে সিনেটর মেনেনডেজ বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রয়েছে বিশাল সাফল্যের ইতিহাস। গত পঞ্চাশ বছরে একটি দরিদ্র দেশ থেকে আজ রাইজিং মিডল ক্লাসের দেশে উন্নীত হয়েছে। এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী জিনাত নবী, গোলাম ফারুক ভূইয়া, ফারুক আজম, নাজনীন হুসেন, মিয়া হেলালী, মোতাসিম বিল্লাহ, কামরুল হাসান, শাহরিয়ার চৌধুরী, সাঈদুর রহমান সাবু, ফেরদৌসী রহমান, প্লেইন্সবরো সিটির মেয়র পিটার কেন্টু ও নিউ জার্সি স্টেট সিনেটর ড্যান বেনসন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।