বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএসএ-এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ অ্যাভিনিউয়ের রেশমি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। সভায় সংবিধানের খসড়া উপস্থাপন করা হলে বিভিন্ন ধারা-উপধারা নিয়ে আলাপ-আলোচনা হয়।
এরপর সর্বসম্মতি ক্রমে সংবিধানের খসড়া অনুমোদন করা হয়। সভায় মিশিগান বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া চিহ্নিত করে তা মিডিয়ায় তুলে ধরার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএসএ-এর সভাপতি হেলাল উদ্দীন রানা। সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পার্থ সারথি দেব, শফিক রহমান ও জুয়েল খান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।