
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মৃদু উপসর্গ থাকলেও সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। গতকাল ২২ মার্চ তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন ৭৪ বছর বয়সী সাবেক এ ফার্স্ট লেডি।
তিনি জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনেরও নমুনা পরীক্ষা করা হয়েছে, ফল নেগেটিভ, তিনি কোয়ারেন্টাইনে আছেন।
তার আগে এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। যে কারণে ন্যাটো সম্মেলনে অংশ নিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সফরসঙ্গী হওয়া থেকে তাকে বিরত থাকতে হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।