
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেখানো পথে হাঁটেনি ভারত। আর তাতেই ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যান্য কোয়াড সদস্যদের প্রশংসা করলেও ভারতকে কটাক্ষ করে তিনি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে।
গতকাল ২১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বলেন, কোয়াড সদস্যদের মধ্যে একমাত্র ভারতের অবস্থানই নড়বড়ে। এটা কাম্য নয়।
প্রসঙ্গত, দিল্লির সঙ্গে বহু পুরনো বন্ধুত্ব মস্কোর। ফলে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত। জাতিসংঘের নিন্দাপ্রস্তাবেও ভোটদানে বিরত থেকেছে দেশটি। ভারতের এমন অবস্থান মোটেও পছন্দ হয়নি যুক্তরাষ্ট্রের।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।