Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাজার নিয়ন্ত্রণে সুদ বাড়াচ্ছে মার্কিন ফেডারেল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৮, ১৭ মার্চ ২০২২

বাজার নিয়ন্ত্রণে সুদ বাড়াচ্ছে মার্কিন ফেডারেল ব্যাংক

করোনা মহামারির কারণ তো আছেই, বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্রে লাফিয়ে বেড়েছে পণ্যের দাম। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল রিজার্ভ। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বেঞ্চমার্ক হার শূন্য দশমিক ২৫ শতাংশ তুলে আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। আশা করা হচ্ছে এই পদক্ষেপের ফলে পণ্যদ্রব্য ও সেবাসমূহের ওপর মানুষের চাপ কমবে। যা দেশটির মূল্যস্ফীতি কমাবে। 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সাত দশমিক নয় শতাংশ হয়েছে। যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল বলেছেন, একটি শক্তিশালী শ্রম বাজার বজায় রাখার পাশাপাশি মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ