
প্রেসিডেন্ট জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নস।
মূলত যুক্তরাষ্ট্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করার পাল্টা জবাব হিসেবেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ১৩ জনের ওই তালিকায় আরও রয়েছেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনও।
অন্যান্যদের মধ্যে আছেন মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মাইলি এবং হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি। নিষেধাজ্ঞার কারণে তালিকাভুক্ত এসব ব্যাক্তিরা ভবিষ্যতে আর কখনো রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।