করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য চতুর্থ ডোজের টিকা গ্রহণ নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। ফার্মাসিউক্যাল সংস্থা ফাইজারের প্রধান নির্বাহী এই তথ্য জানিয়েছেন। তবে মার্কিন কর্তৃপক্ষ কবে বিষয়টির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করবে, তা এখনও নিশ্চিত নয়।
অনুমোদনের জন্য সব তথ্য-উপাত্ত ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফাইজারপ্রধান। ফার্মাসিউক্যাল কোম্পানিটির প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা বলেন, আরেক দফা কোভিড মহামারির হাত থেকে রক্ষার জন্য আমাদের চতুর্থ ডোজ টিকা গ্রহণ করতে হবে।
ফাইজার বা মডার্নার তৃতীয় ডোজের বুস্টার নেয়ার পর ফলাফল খুবই ভালো পাওয়া গেছে। হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কম হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।