
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল ১৩ মার্চ রাতে একটি টুইট বার্তায় তিনি নিজেই এই খবর দিয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি জানিয়েছেন, গত কদিন ধরেই গলায় সামান্য খুশখুশ ভাব বোধ করছেন, তবে সামগ্রিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তবে ওবামার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণ করা নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আপনাকে এবং আপনার ভালোবাসার মানুষদের এই ভয়াবহ ও প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা করবে ভ্যাকসিন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।