
যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে শুরু হচ্ছে আগামীকাল ১৩ মার্চ। অধিকাংশ রাজ্যে এদিন ঘড়ির কাঁটা এগিয়ে নিতে হবে এক ঘণ্টা। শনিবার দিবাগত রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টায় নিয়ে আসতে হবে।
‘ডে লাইট সেভিং টাইম’ হিসেবে অভিহিত এই সময়সূচি পুরো গ্রীষ্মকাল ধরে বলবৎ থাকবে। এর মেয়াদ আট মাস। এরপর আগামী ৬ নভেম্বর শুরু হবে শীতকালীন সময়সূচি।
তখন ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে নিতে হবে। আইফোন বা অন্য স্মার্ট ফোন এবং কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার জন্য ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে চালু করা হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। বছরে দুবার এভাবে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।