Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউক্রেনে রাসায়নিক হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ১০ মার্চ ২০২২

ইউক্রেনে রাসায়নিক হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে রাশিয়া। এমন উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন জৈব অস্ত্রের ল্যাব এবং ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন সম্পর্কে রাশিয়ার দাবি অযৌক্তিক বলেও জানিয়েছে দেশটি। 

গতকাল ৯ মার্চ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এসব কথা জানান। ইউক্রেনে মার্কিন জৈব অস্ত্রের ল্যাব সম্পর্কে রাশিয়ার এই মিথ্যা দাবিগুলোকে আরও পূর্বপরিকল্পিত, বিনা উস্কানিতে আক্রমণ চালানোর ন্যায্যতা দেওয়ার চেষ্টার একটি ‘স্পষ্ট চাল’ হিসেবেও অভিহিত করেছেন জেন সাকি। 

এর আগে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা ইউক্রেনে নতুন হামলার বিষয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার রাসায়নিক বা জৈব অস্ত্রের হামলার আশঙ্কা আসলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ