Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রাশিয়া থেকে তেল ও জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ১০ মার্চ ২০২২

রাশিয়া থেকে তেল ও জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়া থেকে তেল ও অন্যান্য জ্বালানী আমদানীর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল ৮ মার্চ এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে কংগ্রেসে উভয় দলের আইনপ্রণেতারা রাশিয়ান তেল ও জ্বালানি আমদানীর উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন। বাইডেন জানান, রাশিয়ার অর্থনীতিতে আঘাত করার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

আমাদের কোনো বন্দরে রাশিয়ার তেলবাহী জাহাজ ভীড়তে পারবে না। ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জির সূত্রমতে, ২০২১ সালের ডিসেম্বর মাসে আমেরিকার মোট জ্বালানি চাহিদার ৫ শতাংশের কম এসেছে রাশিয়া থেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ