Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রাশিয়াকে হুঁশিয়ার করলেন অ্যান্থনি ‍ব্লিংকেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ৫ মার্চ ২০২২

রাশিয়াকে হুঁশিয়ার করলেন অ্যান্থনি ‍ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। তবে পরিস্থিতি বাধ্য করলে সেটা মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজ ৪ মার্চ ব্রাসেলসে এই মন্তব্য করেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, রাশিয়ার ইউক্রেন দখল ন্যাটো জোটের ৩০ দেশের ঐক্যকে মজবুত করেছে। আমরা যে কোনোভাবে পরষ্পরকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন যে দিকটি আমরা খুঁজে পেয়েছি, সেটা হলো এই জোটের ঐক্য। 

বিষয়টা আমাদের সব কর্মকাণ্ডে শক্তি যোগায়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে মিলিত হন। বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ও ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এক সংবাদ সম্মেলনে অংশ নেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ