Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইন্টারেস্ট রেট বাড়ানোর ইঙ্গিত ইউএস সেন্ট্রাল ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ৪ মার্চ ২০২২

ইন্টারেস্ট রেট বাড়ানোর ইঙ্গিত ইউএস সেন্ট্রাল ব্যাংকের

দ্য ইউএস সেন্ট্রাল ব্যাংকের প্রধান জেরোমি পাওয়েল চলতি মাস থেকে ইন্টারেস্ট রেট বা লভ্যাংশের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। কংগ্রেসের সামনে আলোচনাকালে পাওয়েল বলেন, জীবনযাপনের খরচ সামলানোর জন্য লভ্যাংশের হার ০.২৫ পয়েন্ট বাড়ানোর পক্ষে আমার সমর্থন রয়েছে। 

গত ৪০ বছরে সবচেয়ে দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার খরচ ও মূল্যবৃদ্ধি ঘটছে। এই বিষয়ে ইতোমধ্যে ব্যাংক মুদ্রাস্ফীতিজনিত চাপে রয়েছে। সাম্প্রতিক সময়ে খাদ্য, জ্বালানি এবং গাড়ি মেইন্টেইনেন্স খরচ ধারাবাহিকভাবে বাড়ছে। 

এতে অধিকাংশ মধ্যবিত্ত পরিবারে বাজেট ঘাটতি দেখা দিচ্ছে। ইন্টারেস্ট রেট বাড়ানোর মাধ্যমে সাম্প্রতিক এবং প্রেডিকটেড মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ