
যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। গতকাল ২৩ ফেব্রুয়ারি নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধে না জড়ানোর বিষয়টি স্পষ্ট করা হয়েছিল।
গতকাল আবারও একই কথা বললেন জেন সাকি। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে লড়াই করতে আমরা আমাদের সেনারা ইউক্রেনের মাটিতে পা দেবে না।
রাশিয়া যদি পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে জেন সাকি বলেন, ‘সেটা ভবিষ্যতের কথা। কিন্তু আমি একটি বিষয় আপনাদের বলতে চাই, প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তিনি ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।